কান্দি: খড়গ্রামের একটি ধর্ষণের ঘটনায় সাজা ঘোষণা কান্দি আদালতের
খড়গ্রামের একটি ধর্ষণের ঘটনায় সাজা ঘোষণা কান্দি আদালতের জোর পূর্বক লাগাতার ধর্ষণ ও অপহরণের ঘটনায় এক ব্যাক্তিকে দোষী সাব্যস্ত করে দশ বছরের কারাদন্ডের নির্দেশ দিল কান্দি মহকুমা আদালত। আদালতের সরকারি আইনজীবী সুকান্ত মুখার্জি জানিয়েছেন, ০১লা অক্টোবর ২০২০ সালে খড়গ্রাম থানার অন্তর্গত দেবগ্রাম গ্রামের রিয়াজউদ্দিন শেখ @ বিপন শেখ-এর বিরুদ্ধে ওই গ্রামের এক ১৬ বছরের নাবালিকা কন্যাকে প্রেমের প্রলোভনে ফাঁসিয়ে অপহর