হবিবপুর: শতাব্দী প্রাচীন জমিদারবাড়ির পূজা আজও জাঁকজমকভাবে বুলবুলচন্ডী মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবের আয়োজনে,চলছে জোর প্রস্তুতি
হবিবপুরের বুলবুলচন্ডী এলাকায় শতাব্দী প্রাচীন জমিদারবাড়ির দুর্গাপূজা আজও সমান জাঁকজমকে অনুষ্ঠিত হচ্ছে বুলবুলচন্ডী মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবের আয়োজনে। এবছর ৬২তম বর্ষে পদার্পণ করল এই পূজা। থিম— “মাটির ঘরে পুতুল সাজে মা আসছে”, একসময় জমিদার রাজেন্দ্র নারায়ণ রায়ের হাত ধরে শুরু হলেও, জমিদারি প্রথা বিলুপ্তির পর ১৯৫৪ সাল থেকে ক্লাবই এই ঐতিহ্য ধরে রেখেছে। পূজাকে ঘিরে বসছে মেলাও, বাজেট প্রায় ৭ লক্ষ টাকা।