রাজগঞ্জ: নাগরাকাটায় বিএলএদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল তৃণমূল কংগ্রেস,উপস্থিত জেলা সভাপতি মহুয়া গোপ
নাগরাকাটায় বিএলএদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল তৃণমূল কংগ্রেস । প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলাসভানেত্রী মহুয়া গোপ, ব্লক সভাপতি প্রেম ছেত্রি, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ গনেশ উরাও, তৃণমূল চাবাগান শ্রমিক ইউনিয়নের সেন্ট্রাল কমিটির সহসভাপতি সঞ্জয় কুজুর,তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি স্নোমিতা কালান্দি, যুবতৃণমূলের ব্লক সভাপতি প্রবিন সিং ঝা,ও তৃণমূল কংগ্রেসের পাচটি অঞ্চলের অঞ্চল সভাপতি সহ অনান্য তৃণমূলের নেতাকর্মীরা।