সদ্য রদ বদল হয়েছে খড়্গপুর সহ বিভিন্ন থানার আধিকারিকদের। বদলি হয়েছে খড়গপুর লোকাল থানার ওসিও। খড়গপুর লোকাল থানায় নতুন ওসি হিসেবে দায়িত্বভার পেয়েছেন প্রণয় রাই। ইতিমধ্যেই থানায় জয়েনও করেছেন তিনি। আজ শুক্রবার রাতৃ প্রায় সারে নটা নাগাদ খড়গপুর লোকাল থানার দায়িত্বপ্রাপ্ত নতুন ওসিকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানালো খড়গপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন পুষ্প স্তবক হাতে তুলে দিয়ে খড়্গপুরের মাটিতে অভিনন্দন জানালেন নেতৃত্বরা।