পুঞ্চা: বাগদা এলাকায় পথ দূর্ঘটনায় আহত দুই
Puncha, Purulia | Oct 14, 2025 পথ দুর্ঘটনায় আহত হলেন দুই ব্যক্তি। মঙ্গলবার আনুমানিক রাত্রি আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে পুঞ্চা থানার অন্তর্গত বাগদা অঞ্চলের বাগদা পেট্রোল পাম্পের কাছে রাস্তায়। এই দুর্ঘটনায় বাইক আরোহী ও এক পথচারী দুজনেরই আঘাত লাগে। আহত ওই পথচারীর নাম দুর্গা বাউরী।পরবর্তীকালে পুঞ্চা থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।