মানবাজার ২: মিশরী বাঁধের কাছে বাইক নিয়ে কালভার্টের নীচে দুই যুবক
রাস্তা সোজা,কিন্তু হঠাৎ বাইক নিয়ে সোজা কালভার্টে।হ্যাঁ এমন ঘটনায় সবাই হতবাক।সদ্য নির্মিত ঝাঁ চকচকে রাজ্য সড়ক,বৃহস্পতিবার আনুমানিক সকাল ন'টা নাগাদ মানবাজার বান্দোয়ান রাজ্য সড়কে আঁকরো মিশরী বাঁধের কাছে বাইক নিয়ে সোজা কালভার্টে পড়ে যায় দুই যুবক।আহত হয় অমল মুন্ডা ও পিন্টু মুন্ডা।তাদের বাড়ি বোরো থানার তুলসীডি গ্রামে। স্থানীয় সিভিক ও গ্রামবাসীদের তৎপরতায় আহতদের তড়িঘড়ি উদ্ধার করে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।