মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত উঠে এল "বসোয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র" থেকে। জাতীয় যক্ষা নির্মূল কর্মসূচির আওতায় ‘নিক্ষয় মিত্র’ উদ্যোগে আজ বসোয়া বি.এ.পি.এইচ.সি-তে মোট 103 জন টিবি রোগীর দায়িত্ব গ্রহণ করলেন বিশিষ্ট সমাজকর্মীরা। এই কর্মসূচির মাধ্যমে আগামী ছয় মাস ধরে টিবি রোগীদের পুষ্টিকর খাদ্য, নিয়মিত সহায়তা ও সামাজিক সহযোগিতা দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। রোগমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে স্বাস্থ্য দপ্তর। এ