কুমারগ্রাম: বারবিশার বিবেকানন্দ ক্লাবের ৫৬তম বর্ষ ঐতিহ্যবাহী কালীপুজো ও মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে
বারবিশার বিবেকানন্দ ক্লাবের ৫৬তম বর্ষ ঐতিহ্যবাহী কালীপুজো ও মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। রবিবার এমনটাই লক্ষ্য করা গেল। সুউচ্চ কালী প্রতিমা এই পুজোর মূল আকর্ষণ। কালীপুজো উপলক্ষে বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হবে ১৩ দিন ব্যাপী মেলা। সোমবার রাতে অনুষ্ঠিত হবে কালীপুজো। এরপর মঙ্গলবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মেলার মুক্তমঞ্চে প্রতিদিনই পরিবেশিত হবে নানা লোকসাংস্কৃতিক অনুষ্ঠান।