খোয়াই: সিপিআইএম খোয়াই জেলা কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়
Khowai, Khowai | Sep 16, 2025 সিপিআইএম খোয়াই জেলা কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয় গত কয়েকদিন আগে সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির সদস্য বিশু রঞ্জন দেব প্রায়ত হয়েছে হৃদ রোগে আক্রান্ত হয়ে। প্রয়াত বিশু রঞ্জন দেব স্মরণে সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত হয় স্মরণসভা। এই দিনের স্মরণ সভায় উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস, সিপিআইএম জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য আলয় রায়, DYFI রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক।