ধূপগুড়ি: গ্রাসমোড় চাবাগানে একটি অঙ্গনওয়ারি কেন্দ্রে গরম প্রেসার কুকারে ছ্যাকা দেওয়ার ঘটনায় তালা ঝুলিয়ে দিল গ্রামবাসীরা
গরম প্রেসার কুকারের ওপর বসে পড়ে এক শিশুর জখম হওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ঘটনাটি ঘটে বুধবার নাগরাকাটার গ্রাসমোড় চা বাগানের ৪ নম্বর লাইনের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। শিশুটির ক্ষুব্ধ পরিবার ঘটনার সুবিচার চেয়ে বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত ওই কেন্দ্রটিতে তালা ঝুলিয়ে দেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তালা খুলে দেওয়া হয়।