সামনে বিধানসভা নির্বাচন তার আগে সমস্ত রাজনৈতিক নেমে পড়েছে মাঠে তাদের দলকে শক্তিশালী করার লক্ষ্যে তেমনি এদিন বিকেলে বলরামপুর বিধানসভার খোজদা বুথে অনুষ্ঠিত হলো বিজেপির এক সাংগঠনিক বৈঠক ।আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন বলরামপুর বিধানসভার মন্ডল ১এর সমস্ত নেতৃত্বরা।