বাসন্তী: শ্যামা পূজা উপলক্ষে ১৬ দলীয় স্মৃতি ট্রফি ফুটবল প্রতিযোগিতা।১১ নম্বর তরুণ সংঘ ক্লাবের আয়োজনে।
বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা শ্যামা পূজা উপলক্ষে ১৬ দলীয় স্মৃতি ট্রফি ফুটবল প্রতিযোগিতা।১১ নম্বর তরুণ সংঘ ক্লাবের আয়োজনে। আগামী ২১, ২২ অর্থাৎ মঙ্গলবার বুধবার , আজ অর্থাৎ রবিবার রাত ৯ নাগাদ ঘট স্থাপনের মধ্যে দিয়ে পুজো পরিক্রমা শুরু করলেন ১১ নং তরুণ সংঘের সকল সদস্য। এবং জোর কদমে চলছে পূজো ও স্মৃতি ট্রফি ফুটবল খেলার আয়োজন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ২১ বছরে পদার্পণ করল তরুণ সংঘের পুজো ও স্মৃতি ফুটবল