দাসপুর ১: দাসপুরের রবিদাসপুরে পথ দুর্ঘটনার কবলে বাইক চালক
রবিবার রাত প্রায় দেড়টা নাগাদ দাসপুর থানার রবিদাসপুর নদী বাঁধে পথ দুর্ঘটনার কবলে এক বাইক চালক। রাতে হঠাৎই শব্দ সাথে সাথে গ্রামের মানুষ গিয়ে দেখেন রাস্তার মাঝে আহত অবস্থায় পড়ে এক ব্যক্তি পাশে উলে আছে তার বাইক। তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে স্থানীয়রা। মনে করা হচ্ছে রাতের অন্ধকারে কোনো ভাবে নিয়ন্ত্রণ হারায় ওই বাইক চালক তাতেই এই দুর্ঘটনা।