রঘুনাথগঞ্জ ২: জাল ওষুধের বিরুদ্ধে পথে বিসিডি সদস্যরা, সাধারণ মানুষকে সচেতনতার বার্তা রঘুনাথগঞ্জে
জাল ওষুধের বিরুদ্ধে পথে বিসিডি সদস্যরা, সাধারণকে সচেতনতার বার্তা জঙ্গিপুরে রবিবার দুপুরে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে জাল ওষুধের বিরুদ্ধে সচেতনতা শিবির করল বিসিডি সদস্যরা। সাধারণ মানুষ ও ওষুধ ব্যবসায়ীদের উদ্দেশ্যে জানানো হয়—শুধু লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকেই ওষুধ কিনতে হবে, অবৈধ দোকান বা অজানা অনলাইন মাধ্যম থেকে ওষুধ কেনা বিপজ্জনক। বিসিডির তমাল রায় জানান, নকল ওষুধ মানুষকে আরও অসুস্থ করে তোলে, তাই সন্দেহজনক কোনও কারবার দেখলে তাদের জানাতে হব