সিঙ্গুর: রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ককরবী মান্নার বাড়ির কালী পূজায় হাজার হাজার ভক্তবৃন্দদের সমাগম
Singur, Hooghly | Oct 20, 2025 ৫৭ বছর আগে স্বপ্নাদেশ পেয়ে শুরু হয়েছিল করুণাময় কালী মায়ের পূজা। সোমবার হুগলির সিঙ্গুরে রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক ডাক্তার করবি মান্নার বাড়ির কালী পূজায় হাজার হাজার ভক্ত বৃন্দদের সমাগম লক্ষ্য করা গেল। বহু দূর-দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দরা মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করেন। রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন "আমার মা প্রয়াত বিমলা দেবী আজ থেকে ৫৭ বছর আগে স্বপ্নাদেশ পান, তখন থেকেই সকল রীতি রেওয়াজ মেনে চলছে পূজা।