মঙ্গলকোট: টিভি ও মোবাইলের জগতে যাত্রাগান ধংসের পথে চলে যাচ্ছে, মঙ্গলকোটের ধারসোনায় বললেন বিধায়ক অপূর্ব চৌধুরী
একসময় যাত্রার ব্যাপক প্রসার লাভ হলেও। টিভি ও মোবাইলের জগতে যাত্রাগান ধংসের পথে চলে যাচ্ছে। কিন্তু মানুষের মন থেকে যাত্রা মুছে যায়নি। গ্রাম বাংলার মানুষের কাছে যাত্রাগান হচ্ছে একটা আবেগ। রবিবার আনুমানিক রাত ৯টা নাগাদ মঙ্গলকোটের ধারসোনা গ্রামে নবান্ন উৎসবের অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানান এলাকার বিধায়ক অপূর্ব চৌধুরী। তিনি ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি সান্তনা গোস্বামী, মঙ্গলকোট ব্লক তৃণমূলের সভাপতি রামকেশব ভট্টাচার্য্য।