বরাবাজারে সাধুবেশধারী প্রতারকদের ফাঁদে পড়ে ২০ হাজার টাকা খোয়ালেন এক গৃহবধূ। কয়েকদিন আগে ভিক্ষার নাম করে দুই সাধুবেশধারী ব্যক্তি ববাবাজারের একটি বাড়িতে ঢোকে। এরপর বাড়িতে থাকা মহিলার নাকের কাছে নেশাজাতীয় কিছু ফুঁকে তাকে অজ্ঞান করে দেয় তারা। সুযোগ বুঝে ঘর থেকে কুড়ি হাজার টাকা নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনার পর গৃহবধূর স্বামী দুঃখু কর মোদক বিষয়টি লিখিতভাবে শনিবার বরাবাজার থানায় জানান। সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সবিস্তারে জানান