দিনহাটা ২: লাউচাপরা ও মহাকালহাটে হাতে-কলমে ভার্মিকম্পোস্ট ও কেঁচো সার তৈরির কর্মশালা
লাউচাপরা ও মহাকালহাটে হাতে-কলমে ভার্মিকম্পোস্ট ও কেঁচো সার তৈরির কর্মশালা। WBCADC বলরামপুর কেন্দ্র এবং ধীসারি ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনের 'আনন্দ ধারা' কর্মসূচির সফল সমাপ্তি ঘটল বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল গ্রামীণ মহিলাদের স্বাবলম্বী করে তোলা। এই তিন দিনব্যাপী প্রশিক্ষণ শিবিরটি লাউচাপড়া এবং মহাকালহাটে অনুষ্ঠিত হয়। এখানে ১৮০ জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে হাতে-কলমে ভার্মিকম্পোস্ট ও কেঁচো সার