ময়না: বাড়ির মধ্যে ঘাপটি মেরে ৩০ টি বাচ্চা নিয়ে বাস বিষধর ৬-৭ ফুটের ২ কেউটে, ছয় রাত আতঙ্কে কাটলো পরিবারের
বাড়ির ভেতরে বিষধর কেউটের সংসার, বেশ নিশ্চিন্তে ছানাপনা নিয়ে বাড়ির রান্নাঘরে মাটির নিচে বাস করছে প্রায় ৩০ টি বাচ্চা নিয়ে দুটি বিষধর কেউটে সাপ। পূর্ব মেদিনীপুর জেলার চক জিঁয়াদিঘি গ্রামের প্রয়াত তপন সামন্ত পরিবার গত ছয় রাত আতঙ্কে কাটে। সাপের বিশেষজ্ঞ এল না, রান্নাঘরের গর্ত থেকে গত ৬ দিনের ছটি সাপ মারার পর সন্দেহ হওয়ায় গর্তের মধ্যে জল ঢেলে প্রায় ৩০ টি সাপ বার করা হয় সাথে ছয় থেকে সাত ফুট দৈর্ঘ্যের দুটি বড় সাপ কে মারা হয় আতঙ্ক থেকে বাঁচলো পরিবার।