চাঁচল ১: একসময়ের গর্ব এখন গরু-আবর্জনার আস্তানা: প্রশাসনের নজরের বাইরে চাঁচল স্টেডিয়াম, গ্যালারি জঙ্গল, মাঠ ভাগাড়ে পরিণত
ঝোঁপজঙ্গলে ভরেছে গ্যালারি, প্রবেশদ্বারে স্তূপাকার নোংরা আবর্জনা। বেহাল চাঁচল স্টেডিয়াম এখন কার্যত ভাগাড়ে পরিণত। একসময় এলাকাবাসীর গর্বের এই মাঠ এখন অবহেলায় জর্জরিত। স্থানীয়দের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবে মাঠে ঘাস জন্মালেও প্রতিদিন সেখানে ঢুকে পড়ে গবাদি পশু। ফলে মাঠ নোংরা হয়ে পড়ছে, খেলাধুলার পরিবেশও নষ্ট হচ্ছে। অভিযোগ, স্টেডিয়ামের ফাঁকফোকর দিয়ে কেউ কেউ ইচ্ছে করেই পশু বেঁধে রাখছে মাঠে।