রানিবাঁধ: রানিবাঁধে তৃণমূলের বিজয়া সম্মেলনে জনজোয়ার, এক মঞ্চে বাঁকুড়ার সাংসদ-একাধিক বিধায়ক
রানিবাঁধ বাজারে অনুষ্ঠিত হলো তৃণমূলের বিজয়া সম্মেলন। কর্মী-সমর্থকদের নিয়ে বাজার ঘুরে মিছিল করে শক্তি প্রদর্শন করেন দলীয় নেতৃত্ব। এরপর বিরসা বাজারের সভামঞ্চে উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, জেলা সভাপতি তারাশঙ্কর রায়, তালডাংরার বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু, রাইপুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি সহ স্থানীয় নেতৃত্ব। উৎসবের আবহে মঞ্চ থেকে সংগঠন আরও শক্তিশালী করার বার্তা দেন নেতারা।