বালি-জগাছা: হাওড়া স্টেশন থেকে বাই রোডে দুর্গাপুর উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যপাল
দুর্গাপুরের মেডিকেল কলেজ ছাত্রীর গণধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আজ দুপুর আড়াইটার সময় তিনি হাওড়া স্টেশন থেকে গাড়িতে চেপে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন। এদিন তিনি স্টেশনে বলেন যেভাবে গণধর্ষণের ঘটনা ঘটেছে সে সম্পর্কে তিনি খবর নিয়েছেন। তিনি যাচ্ছেন আক্রান্তের সঙ্গে কথা বলতে। তিনি আক্রান্ত এবং তার বাবা-মায়ের উদ্বেগ অনুভব করছেন। যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।