শীতলকুচি: শীতলকুচি দক্ষিণ বাজারে যানজটের জেরে আটকে পড়ল এম্বুলেন্স, ভোগান্তির শিকার পথচারি থেকে সাধারন মানুষ
শনিবার শীতলকুচি দক্ষিণ বাজার রাস্তায় যানজট কিছুক্ষণ জন্য আটকে এম্বুলেন্স ।ওই রাস্তায় পাশে অবস্থিত দোকানগুলির দোকানদাররা দোকানের সামনে অনেকেই টেবিল বা বেঞ্চ বসিয়ে রেখে বিভিন্ন সামগ্রী রেখে দেয়। এবং দুদিকেই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে টোটো ফলে সহজেই যানজট তৈরি হয়। বিকল্প রাস্তা থাকা সত্ত্বেও ওই রাস্তা দিয়ে কেউ যেতে চায় না। ফলে প্রতিনিয়তই যানজট তৈরি হয়। এ বিষয়ে ব্যবসায়ী সমিতির সভাপতি বাসুদেব সাহা বলেন বিষয়টি আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।