পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ব্লকের চিতি পল্লীর একটি রাস্তা গত আমফন ঝরে ক্ষতিগ্রস্ত হয়। সেই সুযোগে ঐ পল্লীর এক ব্যক্তি রাস্তাটি তার জায়গা বলে দাবি করে পুনঃনির্মানে বাধা দেয়। পরবর্তীতে BDO,সভাপতি মধ্যস্থতায় বৈঠকে উভয় পক্ষের সম্মতিতে রাস্তায় পুনঃনির্মানের কাজ হয়। কিন্তু ঐ প্রতিবেশী এই রাস্তার জায়গা তার দাবি করে এবং BDO,সভাপতি জোরপূর্বক রাস্তা নির্মাণ করছেন বলে হাইকোর্ট করে। হাইকোর্টের রায়ে রাস্তায় কাজ শুরু হয়। কিন্তু ওই প্রতিবেশী পুনঃরায় বাধা দেন। আজ চ