তুফানগঞ্জ ১: ধলপল দুই GP র ৮/৩৪ মঙ্গ বুথ দাশ পাড়া এলাকায় রাস্তার কাজের উদ্বোধন হলো
শুক্রবার সকালে ফিতা কেটে রাস্তার কাজের উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি জগদীশ বর্মন। এছাড়াও ছিলেন সমাজসেবী সিদ্ধান্ত মন্ডল সহ অন্যান্যরা। এ ব্যাপারে জানা যায় যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে আবেদন করেছিলেন দাসপাড়া এলাকার বাসিন্দারা। সেই মতে এদিন সি সি রাস্তাটির কাজের উদ্বোধন হলো।