সাঁকরাইল: হাওড়া সাঁকরাইল বিধানসভা এলাকায় এদিন রক্তদান শিবিরের আয়োজন উপস্থিত এমএলএ
হাওড়া সাঁকরাইল বিধানসভা এলাকায় এদিন বেলা আনুমানিক 11 টা নাগাদ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে অনুষ্ঠান উপস্থিত ছিলেন সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল, হাওড়া জেলা পরিষদের সহ-সভাপতি অজয় ভট্টাচার্য, কাকরাইলের ব্লক সভাপতি অমরেশ বসু, এলাকার তৃণমূল নেত্রী নাসিমা কাজী সহ অন্যান্যরা