বারাসাত ১: প্রয়াত বাম নেতা চিত্ত বসুর প্রয়াণ দিবস এবং নেতা হেমন্ত কুমার বসুর জন্মবার্ষিকী পালিত হলো বারাসাতে
৫ই অক্টোবর অর্থাৎ রবিবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত ফরওয়ার্ড ব্লক পার্টি অফিসে প্রয়াত বাম নেতা কমরেড চিত্র বসুর প্রয়াণ দিবসে তার প্রতিকৃতিতে মাল্যদান এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন বারাসাতের বাম কর্মী সমর্থকরা। অন্যদিকে বারাসাত চাপালি মোড়ে প্রয়াত বাম নেতা শহীদ কমরেড হেমন্ত কুমার বসুর জন্মবার্ষিকী উপলক্ষে তার অবক্ষ মূর্তিতে মাল্য দান করে দিনটিকে উদযাপন করেন