ফের খনি অঞ্চলে ধস। অন্ডালের কাজোরা পঞ্চায়েত এলাকার খাস কাজোরা কোলিয়ারির ১০ নম্বর এলাকায় ফের ভয়াবহ ধসের ঘটনা ঘটে। ধসের জেরে প্রায় ৫০ ফুট বাই ১০০ ফুট আয়তনের এবং প্রায় ১০০ ফুট গভীর একটি বিরাট গর্ত তৈরি হয়েছে।স্থানীয় বাসিন্দারা আসা-যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে গর্তটি দেখতে পান। সঙ্গে সঙ্গে ইসিএল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেল চারটের সময় খবর পেয়ে ইসিএলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি বিপজ্জনক ঘোষণা করেন।