ইংরেজবাজার: আজ বিজয় দশমী,উমাকে বিদায় জানাতে হবে, মন খারাপ বাঙালির,অন্যদিকে সকাল থেকে আকাশেরও মুখ ভার শুরু হয়েছে বৃষ্টি
আজ বিজয় দশমী। বাঙালির মন খারাপ। উমাকে বিদায় জানাতে হবে। আর এই বিজয় দশমীর সকাল থেকেই আকাশেরও মুখ ভার। সকাল থেকে মেঘলা আকাশ সঙ্গে ঝিরঝির বৃষ্টি।