চোপড়া: টি বোর্ডের পক্ষ থেকে বেগলুগছ স্মল টি ফার্মাস ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি’-র হাতে একটি পিকআপ গাড়ি সহ বিভিন্ন সরঞ্জাম তুলে
মঙ্গলবার দুপুরে টি বোর্ডের পক্ষ থেকে চোপড়ার চুটিয়াখোড় গ্রাম পঞ্চায়েতের ‘বেগলুগছ স্মল টি ফার্মাস ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি’-র হাতে একটি পিকআপ গাড়ি সহ প্রায় ১২ লক্ষ টাকার বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয়। জানা গেছে , টি বোর্ডের পক্ষ থেকে এই প্রথমবার চোপড়া ব্লকের কোনো গ্রুপকে পিকআপ গাড়ি দেওয়া হল । যদিও এর আগেও ব্লকের একাধিক চা চাষি গ্রুপকে নানা সরঞ্জাম দিয়ে সাহায্য করা হয়েছে। বেগলুগছ গ্রুপের সম্পাদক সেহরোজ আলম জানান, পিকআপ গাড়িটির পাশাপাশি প্রায় ১২ লক্ষ টাকা ম