এই প্রথম মালদায় বস্ত্র মেলা, উদ্যোক্তাদের উদ্যোগে জেলাজুড়ে ব্যবসায়িক সম্ভাবনার নতুন দিগন্ত মালদা:- মালদা ও মুর্শিদাবাদ—দুই জেলা নিয়ে এই প্রথমবার মালদায় অনুষ্ঠিত হতে চলেছে এক বৃহৎ বস্ত্র মেলা। বুধবার দুপুর দুটো নাগাদ নারাণপুরের একটি বেসরকারি হোটেল ময়দানে মেলার স্থান পরিদর্শন করেন উদ্যোক্তারা।আলমাস এন্টারপ্রাইজ গ্রুপ ও রাজবাজার গ্রুপ-এর যৌথ উদ্যোগে আগামী ১৩ ও ১৪ জানুয়ারি এই বস্ত্র মেলার আয়োজন করা হয়েছে। স্থান পরিদর্শনের পর উদ্যোক্তারা সাংবাদিক সম্মে