আউশগ্রামের জঙ্গল লাগোয়া এলাকায় চোরাশিকারের ছক ভেস্তে দিল বনবিভাগ। মুরগিকে টোপ হিসাবে ব্যবহার করে পাতা হয়েছিল লোহার খাঁচা। শুক্রবার আনুমানিক বিকাল সাড়ে পাঁচটা নাগাদ তা উদ্ধার করলেন বনকর্মীরা। স্থানীয় সূত্রে খবর পেয়ে এদিন আদুরিয়া বিট অফিসার পিনাকি ভট্টাচার্যের নেতৃত্বে বনকর্মীরা অভিযান চালান। তখনই অজয় নদের তীরবর্তী আউশগ্রামের পল্লীশ্রী গ্রামের পাশে কুড়ুল এলাকার মাঠ থেকে মুরগি-সহ ওই খাঁচাটিকে বাজেয়াপ্ত করে বনবিভাগ।মুরগির টোপে বন্যপ্রাণী ধরার ছক! আউশ