নানুর: বড়া গ্ৰামের পরিযায়ী শ্রমিকের মৃত দেহ ফিরলো গ্ৰামে, উপস্থিত- বিধায়ক
গত শুক্রবার নানুরের বড়া গ্ৰামের বছর (১৮) দুধকুমার বাগদি নামে ওই পরিযায়ী শ্রমিকের রহস্য জনক মৃত্যুর খবর এসে পৌঁছতেই চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে। পরে জানা যায় ওই পরিযায়ী শ্রমিকের মৃত দেহ অন্ধ্রপ্রদেশের রেল লাইনের পাশ থেকে উদ্ধার হয়। যা নিয়ে কাজল সেখ ওই পরিবারের পাশে দাঁড়িয়েই বলেছেন ওই শ্রমিক কে মেরে দেওয়া হয়েছে বাংলা ভাষায় কথা বলার জন্য।পরে পরিবারের সকল কে পাশে থাকার আশ্বাস দিয়ে ওই শ্রমিকের মৃত দেহ আনার ব্যবস্থা করেন বীরভূম জেলা পরিষদের সভাধ।