ক্যাডেটদের জন্য ESSPEANS-এর প্রথম অ্যানিমিয়া স্ক্রিনিং ও স্বাস্থ্য পরীক্ষা শিবির ও অ্যানিমিয়া স্ক্রিনিং কর্মসূচি ও বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার আয়োজন করা হয় পুরুলিয়া সৈনিক স্কুলে। ক্যাডেটদের তিন মাসের জন্য বিনামূল্যে আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট সরবরাহ করা হয়। চক্ষু পরীক্ষা ও দন্ত পরীক্ষা-র ব্যবস্থাও ছিল, । প্রায় ৫০০ জন ক্যাডেট, ছাড়াও অন্যান্যরা অংশগ্রহণ করেন। ক্যাডেট ও স্টাফ সদস্যরা এই উদ্যোগের প্রশংসা করেন