ফালাকাটা: ফালাকাটার নরসিংহপুরের পরিযায়ী শ্রমিকের কেরলে মৃত্যু ঘিরে বৃহস্পতিবারও শোকের আবহ
কেরলে কাজের খোঁজে গিয়ে মৃত্যু হয়েছে ফালাকাটা ব্লকের ধনীরামপুর ১ নম্বর অঞ্চলের নরসিংপুরের যুবক সাগর চিকবড়াইকের। ২১ বছর বয়সী ওই যুবক রবিবার সেখানে পৌঁছোনোর পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে চিকিৎসার পর সাময়িকভাবে সুস্থ হলেও সোমবার রাতে ফের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাঁর মৃত্যু হয়। বুধবার তার দেহ নিয়ে আসা হয়। মাত্র চার মাস আগে বাবাকে হারানো পরিবারে ফের নেমে এসেছে শোকের ছায়া। ওই ঘটনা ঘিরে বৃহস্পতিবারও শোকের আবহ ছিল এলাকায়। এদিনও প্রতিবেশী আত্