শীতলকুচি: রথেরডাঙ্গা মোড় এলাকায় ব্রিজ নির্মাণ হলেও এখনো হয়নি পারবাঁধা ,যাতায়াতের সমস্যা সাধারণের
রথেরডাঙ্গা মোড় এলাকায় ব্রিজ নির্মাণ হলেও এখনো হয়নি পারবাঁধ ,যাতায়াতের সমস্যা সাধারণের। কয়েক মাস আগে ডাম্পারের ভারে ব্রিজটি ভেঙে গেলে প্রশাসনের তরফে দ্রুত ওই ব্রিজটি নতুনভাবে নির্মাণ এর কাজ শুরু হয়। ব্রিজটি নির্মাণ হলেও ব্রিজের দুপাশের পার এখনো বাধা হয়নি ঠিকভাবে। ফলে বৃষ্টি বাদলের দিনে চলাফেরা করতে সমস্যায় পড়ছে নৃত্য যাত্রীরা। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান পাপড়ি বর্মনকে ফোন করলে তুমি বলেন বর্ষা পেরোলেই নির্মাণ সংস্থা পারবাধ বেঁধে দেবে।