রতুয়া ১: গঙ্গা ফুলাহারের জল ঢুকে প্লাবিত শাহানগর গ্রাম, যেদিকে চোখ যায় শুধু জল আর জল
Ratua 1, Maldah | Sep 17, 2025 গঙ্গা ও ফুল আহট নদীর জল ঢুকে প্লাবিত হয়েছে রতুয়ার শাহানগর গ্রামের সর্বত্রই।গোটা এলাকার মানুষ জল যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটছে।রাস্তাঘাট থেকে শুরু করে বাড়িঘর সবকিছুতে জল ঢুকে প্লাবিত করে দিয়েছে।চরম দুর্দশার মধ্যে থাকা এই গ্রামের পরিবারগুলোর সাথে দেখা করতে নৌকায় করে পৌঁছলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সৌমিত্র রায় সহ অন্যান্য নেতৃত্বরা।বন্যা প্লাবিত হয়ে যাওয়ার কারণে বহু পরিবারের খাওয়ার থেকে পশু খাদ্য সবকিছুতে সমস্যা সৃষ্টি হয়েছে। চাইছেন সহযোগিতা।