ধর্মনগর: ধর্মনগর মহকুমার নেতাজি মূর্তির সামনে এক নাবালিকা কন্যাকে তার পিতা ফেলে রেখে বেপাত্তা হয়ে যায়
ধর্মনগর মহকুমার নেতাজি মূর্তির সামনে এক নাবালিকা কন্যাকে তার পিতা ফেলে রেখে বেপাত্তা হয়ে যায়। সারাদিন মেয়েটিকে একা ঘুরতে ও কাঁদতে দেখে স্থানীয় ব্যবসায়ীরা তাকে খাবার ও আশ্রয় দেন। সন্ধ্যায় সমাজসেবী নারায়ণ ভৌমিক ঘটনাটি জানতে পেরে থানায় খবর দেন। পরে ধর্মনগর মহিলা থানার পুলিশ এসে নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যায়।