আলিপুরদুয়ার ১: আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়না তদন্ত হলো সাড়ে ১১ বছরের নাবালকের কান্নায় ভেঙ্গে পড়লো পরিবারের সদস্যরা
আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়না তদন্ত করা হলো তুরতুরি এলাকার সাড়ে এগারো বছরের নাবালকের। মর্গের সামনে কান্নায় ভেঙ্গে পড়লেন পরিবারের সদস্যরা। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা নাগাদ। বৃহস্পতিবার সকালে সাড়ে ১১ বছরের বিপ্লব কাপড় দিয়ে দোলনা বানিয়ে খেলার সময় হঠাৎই কাপড় জড়িয়ে পড়ে তার গলায়। আর এর ফলেই তার মৃত্যু হয়। একমাত্র ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের মা-বাবা সহ আত্মীয়-স্বজনেরা।