ইটাহার: সরকারি নির্দেশ! নিজের বিয়ের বৌভাতের অনুষ্ঠানের দিনেও নববধূকে পাশে বসিয়ে ইনিউমারেশন ফ্রম ডিজিটাইজে ব্যস্ত চাঁভোটের সৌমদীপ
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যখন SIR এর কাজের চাপে BLO দের আত্মঘাতী বা অসুস্থতার খবর উঠে আসছে। সেখানে দাঁড়িয়ে নিজের বিয়ের বৌভাতের দিনেও ইনিউমারেশন ফ্রম ডিজিটাইজ করতে ব্যস্ত ইটাহারের চাঁভোট গ্রামের BLO সৌম্যদীপ রায়। তার বাবা না থাকায় একদিকে BLO র কাজ, অন্যদিকে বিয়ের সম্পূর্ণ দায়িত্ব এসে পড়েছে তার কাঁধে। ফলে শত কাজের ফাঁকে নববধূকে পাশে বসিয়ে ইনিউমারেশন ফ্রম ডিজিটাইজ করছেন BLO সৌম্যদীপ। পাশাপাশি দেখভাল করছেন বৌভাতের আয়োজন। সৌম্যদীপ পেশায় বিদ্যালযের ক্লার্ক।