খানাকুল ১: বাংলা ভাষা ও বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে আরামবাগে গানে গানে প্রতিবাদ বাউল শিল্পীর,কেন্দ্র সরকারকে করলেন নিশানা
বাংলা ভাষা ও বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে গানে গানে প্রতিবাদ বাউল শিল্পীর।জানা যায়,সোমবার দুপুরে আরামবাগ SDO অফিস চত্বরে আসেন সন্মানীয় বাউল শিল্পী স্বপন দত্ত বাউল।সেখানেই তিনি সাধারণ মানুষের সামনে গান গেয়ে গেয়ে ভিন রাজ্যে হওয়া বাংলা ভাষা ও বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদ জানান।তার দাবি,যেখানে যেখানে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আছে সেই সমস্ত রাজ্য গুলিতেই এই উত্যাচারের ঘটনা সামনে আসছে বলে দাবি করেন তিনি।