নলহাটি ১: নলহাটিতে ব্রাহ্মণী নদীতে মহালয়া উপলক্ষে তর্পণ করলেন স্থানীয় বাসিন্দারা, আজ আমাবস্যা তিথি, মহালয়া
নলহাটিতে ব্রাহ্মণী নদীতে মহালয়া উপলক্ষে তর্পণ করলেন স্থানীয় বাসিন্দারা, আজ রবিবার আমাবস্যা তিথি, মহালয়া, দেবীপক্ষের সূচনা ও পিতৃপক্ষের অবসান,১৫ দিনের পিতৃপক্ষের পরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে হিন্দু শাস্ত্র অনুযায়ী তর্পণ করে থাকেন মানুষজন, সেই মতন আজ নলহাটি ব্রাহ্মণী নদীতে তর্পণ করলেন নলহাটির স্থানীয় বাসিন্দারা, আজ সকাল ৬টা থেকেই দেখা গেল নলহাটি ব্রাহ্মণী নদীতে তর্পণ করছেন স্থানীয় বাসিন্দারা,প্রত্যেক বছরই মহালয়ার দিনে এই তর্পণ করেন ব্রাহ্মণী নদিতে ।