বর্ধমান ১: সমাজিক সমস্যা সচেতনতায় পুতুল নাচ ও নৃত্যনাট্য অনুষ্ঠিত হল কাঞ্চন নগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে
সমাজিক সমস্যা সচেতনতায় পুতুল নাচ ও নৃত্যনাট্য অনুষ্ঠিত হল কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে বর্ধমান সর্বশিক্ষা অভিযান ও বর্ধমান ওয়েভ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার দুপুর দুটোয়।পুতুল নাচ ও নৃত্যনাট্যের মাধ্যমে সামাজিক সমস্যাগুলি আর তার সমাধান প্রদর্শন করে দেখায়। স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সৌভিক বিশ্বাস জানান, পূর্ব বর্ধমানের জেলাশাসকের উদ্যোগে এই প্রদর্শনী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অজস্র ছাত্রছাত্রীদের সচেতন করে চলেছে।