মানুষের পাশবিক প্রবৃত্তি কোথায় গিয়ে পৌঁছেছে। তিন বছরের শিশু ও রেহাই পায়না যৌন ক্ষুধার কাছে। এমনই এক ঘটনার সাক্ষী রইল মেমারি। মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর অঞ্চলে তিন বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল চল্লিশোর্দ্ধ এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে মোবাইল দেখানোর নাম করে ওই ব্যক্তি তিন বছরের শিশু কন্যাকে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে বলে অভিযোগ।