সন্দেশখালি ২: অবৈধভাবে বালি কাটার ঘটনায় আতাপুর এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করল সন্দেশখালি থানার পুলিশ
অবৈধভাবে বালি কাটার ঘটনায় আতাপুর এলাকা থেকে সোমবার দুপুর একটা নাগাদ দুই ব্যক্তিকে আটক করল সন্দেশখালি থানার পুলিশ সন্দেশখালি থানার অন্তর্গত আতাপুর এলাকায় রায়মঙ্গল নদী থেকে মাঝেমধ্যেই অবৈধভাবে কাটা হচ্ছে নদীর সাদা বালি। গত কয়েকদিন ধরে গোপন সূত্রে এমনটাই খবর আসছিল পুলিশের কাছে। গোপন সেই খবরের ভিত্তিতে বাপি মন্ডল ও সন্দ্বীপ সর্দার নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে সন্দেশখালি থানার পুলিশ। তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেশখালি থানায় নিয়ে এসেছে পুলিশ।