ইলামবাজার: সিপিআইএম-এর সারা ভারত কৃষক সভার বীরভূম জেলা ৩৪ তম সম্মেলন অনুষ্ঠিত হল ইলামবাজারে
সিপিআইএম-এর গণসংগঠন সারা ভারত কৃষক সভার বীরভূম জেলা ৩৪তম সম্মেলন আজ ২০ শে সেপ্টেম্বর আনুমানিক বিকেল ৪ টে ৩০ মিনিট নাগাদ ইলামবাজারে অনুষ্ঠিত হলো। এই উপলক্ষে আয়োজিত হয় এক বর্ণাঢ্য সমাবেশ, যা অনুষ্ঠিত হয় কমরেড তৃপ্তিশীল মঞ্চে, সম্মেলন নগরের নামকরণ করা হয় কমরেড মনসা হাসদা ও কমরেড দিলীপ গাঙ্গুলি নগর হিসেবে।সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সচিন্তানন্দ কান্ডারী সারা ভারত কৃষক সভার রাজ্য নেতৃত্ব, সমর ঘোষ রাজ্য নেতৃত্ব,সতরূপ ঘোষ গণআন্দোলনের বিশিষ্ট নেতৃত্ব। এ