পুরুলিয়া ২: পুরুলিয়া চকবাজার কালী মন্দিরে গতকাল গভীর রাত থেকে আজ সকাল পর্যন্ত শত শত ছাগল গুলি হল কালীপুজো উপলক্ষে
পুরুলিয়া চকবাজার কালী মন্দিরে গতকাল গভীর রাত থেকে আজ সকাল পর্যন্ত শত শত ছাগল গুলি হল কালীপুজো উপলক্ষে। প্রতিবছর এই দূর দূরান্ত থেকে মানুষ তাদের মানসিক শোধ করতে ছাগল বলিদান পুরুলিয়ার চকবাজার কালী মন্দিরে। সারারাত ধরে লাইন দিয়ে বসে ছাগল বলি দিলেন মায়ের মন্দিরে।