নানুর: বড়া সাওতা অঞ্চলে তৃণমূলের ভোট রক্ষা শিবির নিয়ে আলোচনায় উপস্থিত বিধায়ক সহ অন্যান্যরা
Nanoor, Birbhum | Nov 19, 2025 নানুরে বড়া সাওতা অঞ্চলে তৃণমূলের কংগ্রেসের কর্মসূচি বাংলার ভোট রক্ষা শিবির। আর সেই শিবির নিয়েই আজ অর্থাৎ বুধবার সংশ্লিষ্ট অঞ্চলে বিধায়ক বিধানচন্দ্র মাঝির উপস্থিতে হয়ে গেল বিশেষ আলোচনা।বিধায়কের সাথে হাজির ছিলেন নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা।ওই শিবিরে আলোচনা করা হয় যে, বাংলার ভোট রক্ষা কর্মসূচি তে যে সমস্ত এলাকাবাসী রা আসবেন ভোটার তালিকা বিষয় নিয়ে সমস্যা সমাধানের জন্য তাঁদের কি ভাবে সহযোগিতা করা হবে এবং এস.আই.আর।