পুরুলিয়া ১: বিজেপির সাংগঠনিক বৈঠক মন্ডল ১এর বিজেপি কার্যালয়ে, উপস্থিত বিজেপি বিধায়ক
সামনে বিধানসভা নির্বাচন তাই অন্যান্য দলের সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় চলছে বিজেপিরও সাংগঠনিক বৈঠক তেমনই আজ বলরামপুর মন্ডল ১ এর বিজেপির সাংগঠনিক বৈঠক করা হলো মন্ডল ১এর কার্যালয়ে ।উপস্থিত ছিলেন বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাতো , মণ্ডল সভাপতি বিশাল দুবে সহ সমস্ত জেলা এবং মণ্ডলের নেতা কর্মীরা। মণ্ডল সভাপতি বিশাল দুবে জানান আগামী কর্মসূচি এবং SIR নিয়েই এই সাংগঠনিক বৈঠক। চিত্র এদিন বিকেল চারটার সময় এর