বারাবনী: কুলটির লছিপুর এলাকার চবকা গোবর্ধন মন্দিরে লাঠি খেলা গোবর্ধন পুজোর উপলক্ষে
কুলটির লছিপুর এলাকার চবকা গোবর্ধন মন্দিরে লাঠি খেলা গোবর্ধন পুজোর উপলক্ষে প্রায় ৫০বছর ধরে করে আসছে গোবর্ধন পুজো আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত লছিপুর চবকা খাটাল পাড়ার যাদব পরিবার। আজকের দিনে গোবর্ধন মন্দিরে সকাল থেকে করা হয় পুজোর আয়োজন এরপর দুপুরে করা হয় লাঠি খেলার আয়োজন। স্থানীয় বাসিন্দা সরোজ যাদব জানিয়েন যে তারা গায় বা পশু পালন করার বংশধর ভগবান ইন্দ্র দেবের প্রকোপ থেকে শ্রী কৃষ্ণ গুয়ালা বংশকে রক্ষা করেছিলেন গোবর্ধন পর্বত তুলে তখন থেকে এই